ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

তৃতীয় সন্তানের মা হলেন শাহানা কাজী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ১৩ ডিসেম্বর ২০১৭

তৃতীয় সন্তানের মা হলেন বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজী। সম্প্রতি কানাডার ডাউনটাউন টরন্টোর একটি হাসপাতালে আরেকটি পুত্রসন্তান জন্ম দিয়েছেন তিনি। মা ও সন্তান দু’জনই বর্তমানে সুস্থ রয়েছেন।

শাহানা কাজী তার ফেসবুকের ভেরিফাইড পেজে নবজাতকসহ নিজের ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, সবাইকে খুব খুশির সঙ্গে জানাচ্ছি যে সর্বশক্তিমানের অশেষ রহমতে আমি সম্প্রতি টরন্টোতে একটি হাসপাতালে আমাদের তৃতীয় সন্তানের জন্ম দিয়েছি। নতুন শিশুর আগমনে আমি, আমার স্বামী ও আমার পরিবারের সবাই অত্যন্ত খুশি। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন - সে যেন সুস্থ ও সবল থাকে আর ওর জীবনটা খুব সুখীময় হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে কানাডা থেকে প্রকাশিত হয় শাহানা কাজীর ‘ভালোবাসার কথা’ শীর্ষক একক গানের অ্যালবাম। খুব অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত হয়ে ওঠেন তিনি। কণ্ঠশিল্পী শাহানা কাজী বলিউডের বিশ্বখ্যাত কণ্ঠশিল্পী আতিফ আসলাম, সোনু নিগম, কুমার শানু, অলকা ইয়াগনিক, সুনিধি চৌহান ও আয়ুষ্মান খোরানার সঙ্গেও একই মঞ্চে লাইভ পারফর্ম করেন।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি