ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

সাগরতীরে সংসার পাতবেন অানুশকা-বিরাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ১৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৯:২৮, ১৩ ডিসেম্বর ২০১৭

ইতালির ফ্লোরেন্সে সোমবার বিয়ের কাজটা সেরেছেন বলিউড তারকা আনুশকা শর্মা আর ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সংসার সেই অর্থে এখনও শুরু করেননি। দেশে ফিরেই নিজেদের বাড়িতে উঠার কথা স্বাভাবিকভাবে। কিন্তু আনুশকা-বিরাট নিজেদের কারো বাড়িতে উঠবেন না বলে জানা গেছে। তারা সিদ্ধান্ত নিয়েছেন সাগরতীরে সংসার বাধবেন। এ ব্যবস্থা আগেই করে রেখেছেন বিরাট কোহলি।

আরব সাগরের তীরে একটি ফ্ল্যাট গত বছর বিরাট কোহলি কিনেছেন। চার বেডরুমের এ ফ্ল্যাটের আয়তন ৭ হাজার ১১৭ বর্গফুট। বিলাসবহুল এই ফ্ল্যাটের প্রতিটি শোয়ার ঘরের সঙ্গে রয়েছে বিশাল বারান্দা, আর সেখান থেকে দেখা যায় সমুদ্র । বিরাট-আনুশকার বাড়িতে আরও আছে ইনডোর টেনিস কোট, পোষা প্রাণীর চিকিৎসার জন্য ক্লিনিক, স্পা, জিম আর খেলাধুলার জায়গা। ছাদে পার্টি করার জন্য আলাদা জায়গার ব্যবস্থা আছে। শিশুদের খেলার জন্য সেখানে রাখা হয়েছে আলাদা জায়গা। আর আছে বিশাল একটি পুল। এখানেই ঘর বাধছেন এই আলোচিত দম্পতি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি