ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিরুষ্কার নিমন্ত্রণপত্রে ‘গাছের চারা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ১৫ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:০১, ১৫ ডিসেম্বর ২০১৭

বিরাট কোহলি ও আনুশকা শর্মার ‘ড্রিম ওয়েডিং’ এখন সবার আলোচনার বিষয়। ইতালির ব্যয়বহুল অবকাশযাপন কেন্দ্রে মনকাড়া বিয়ের আয়োজন থেকে শুরু করে তাদের বিবাহোত্তর সংবর্ধনা নিয়ে কৌতুহলের শেষ নেই। এবার ভক্তদের সামনে এলো নতুন খবর। বিবাহোত্তর সংবর্ধনার নিমন্ত্রণপত্রের সঙ্গে ‘গাছের চারা’ জুড়ে দিয়ে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার কথা সবাইকে স্মরণ করিয়ে দিলেন ‘বিরুষ্কা’।

সব্যসাচী মুখার্জীর চমৎকার নকশা করা পোশাক, আনুশকাকে দেওয়া বিরাটের কোটি টাকার বিয়ের আংটি- সবকিছুতেই পাওয়া গেছে সৃজনশীলতা ও যত্নের ছাপ।

এবার বিবাহোত্তর সংবর্ধনার নিমন্ত্রণপত্রে ‘গাছের চারা’ জুড়ে দিয়ে আবারও আলোচনায় উঠে আসলেন এই তারকা জুটি।

২১ তারিখ দিল্লির ‘দরবার হল’-এ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছেন আনুশকার পরিবার। এতে ‘পিকে’ অভিনেত্রীর শোবিজ অঙ্গনের বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের নিমন্ত্রণ করা হয়েছে।

নিমন্ত্রণপত্র হাতে পেয়েই টুইটারে তা পোস্ট করেছেন পরিচালক মহেশ ভাট। প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ‘বিরুষ্কা’র এ সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী নিমন্ত্রণপত্রের ভাবনা।

চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কাতে একসঙ্গে গাছ লাগাতে দেখা গিয়েছিল বিরাট ও আনুশকাকে। ইন্সটাগ্রামে সেই ছবি প্রকাশ করেছিলেন বিরাট নিজেই।

পরিবেশ রক্ষায় বরাবরই যে সোচ্চার ‘বিরুশকা’, অভিনব নিমন্ত্রণপত্রের মাধ্যমে আবারও তা প্রমাণ করলেন তারা।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি