ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আজ বিনামূল্যে প্রেক্ষাগৃহে মুক্তিযুদ্ধের সিনেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১৬ ডিসেম্বর ২০১৭

আজ মহান বিজয় দিবস। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দিতে সকালে সারা দেশের প্রেক্ষাগৃহে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধের চারটি চলচ্চিত্র।
যে চারটি সিনেমা দেখানো হবে তা হচ্ছে- চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’, হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’, তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’ ও নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’।
প্রেক্ষাগৃহে বিনামূল্যে এই চারটি সিনেমা দেখানো প্রসঙ্গে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ‘বিজয় দিবসের দিনে সারা দেশের সিনেমা হলগুলোতে আমরা মর্নিং শোতে ছাত্রছাত্রীদের জন্য ফ্রি সিনেমা দেখাচ্ছি। এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের চারটি সিনেমা বুঝিয়ে দেওয়া হয়েছে। সকাল বেলায় সারা দেশে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, তার পরপরই এই সিনেমাগুলো প্রদর্শন করা হবে। তবে একটি সিনেমা হলে একটি সিনেমাই দেখানো হবে। ছাত্রছাত্রীরা দেখতে পারবে মাত্র একটি সিনেমা। কারণ চারটি সিনেমা বিভিন্ন হলে দেখানো হবে একই সময়ে।’
এর আগে বিজয় দিবসে শিক্ষার্থীদের জন্য এ রকম চলচ্চিত্র প্রদর্শনের রেওয়াজ চালু ছিল।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি