ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ন্যানসি নতুন করে গাইলেন ধনধান্য পুষ্পভরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ১৬ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় একটি দেশাত্মবোধক গান ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’। অনেক শিল্পীই এই গানটিতে এর আগে কণ্ঠ দিয়েছেন। এবার নতুন করে গাইলেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী ন্যানসি। দ্বিজেন্দ্রলাল রায়ের এই গানটিতে নতুন করে গাইলেন তিনি।

ন্যানসির সঙ্গে আরো গেয়েছেন ইমরান, আনিকা ও মাসুম। নতুন করে সংগীতায়োজন করেছেন সন্ধি। এর মধ্যে চন্দন রায় চৌধুরী একটি ভিডিও নির্মাণ করেছেন। আর তাতে মডেল হয়েছেন, মিশু সাব্বির, তাসনুভা তিশা, মাজনুন মিজান, তামিম মৃধা, সানজানা রিয়া, সাঞ্জু জন ও শিপন মিত্র। অতিথি মডেল হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

এই গান প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘দেশের গান গাইতে পারলে মনটা ভরে যায়। দেশের গানে পারিশ্রমিক নেই না। দেশের প্রতি ভালোবাসা থেকেই এই ধরনের গান করি। এটা শিল্পী হিসেবে দায়িত্ব ও কর্তব্য। দ্বিজেন্দ্রলাল রায়ের গানটি আমার খুবই প্রিয়। নতুন করে গাইতে পেরে ভালো লাগছে’

 

 

এসি/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি