ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন সিনেমায় তাসকিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৪৫, ১৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নায়ক নয়। সোয়াট, পুলিশ, বোমা নিষ্ক্রিয় দলসহ আইনশৃঙ্খলা বাহিনীর কেউই নয়। সবার মুখে মুখে ছিল ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার ভিলেন তাসকিন রহমান। সিনেমাটি দেখেছেন কিন্তু তাসকিনের অভিনয়ে মুগ্ধ হনটি এমন দর্শক পাওয়া কঠিন। নতুন খবর হচ্ছে- আবারও সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তাসকিন রহমান। সিনেমাটির নাম ‘যদি একদিন’। পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আরটিভি। সিনেমাটিতে প্রথমে তাসকিনকে চূড়ান্ত করা হয়েছে। আর কারা কারা থাকছেন তা শীঘ্র জানানো হবে।

‘যদি একদিন’ সিনেমাটির জন্য গান গেয়েছেন হৃদয় খান, পড়শি, ব্যান্ডদল চিরকুট, তাহসান, কোনাল, ইমরান ন্যান্সি ও নাভেদ পারভেজ। গানগুলো লিখেছেন কবির বকুল, আসিফ ইকবাল, মানজুর, জনি হক।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি