অস্কার দৌঁড়ে বাদ জয়ার ‘খাঁচা’
প্রকাশিত : ১১:০২, ১৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:০৩, ১৮ ডিসেম্বর ২০১৭
৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বিদেশি ভাষার সেরা সিনেমা বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে নেই বাংলাদেশ থেকে পাঠানো জয়া আহসান অভিনীত ‘খাঁচা’ সিনেমাটি। আকরাম খান পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘খাঁচা’ দেশে বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু ভোটিং-এ শেষ পর্যন্ত অস্কার দৌঁড় থেকে ছিটকে পড়ল সিনেমাটি। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেসের পক্ষ থেকে দেয়া ঘোষণায় এ তথ্য পাওয়া যায়।
এ আয়োজনের পরবর্তী ধাপে টক্কর দেবে ৯টি সিনেমা। এগুলো হচ্ছে- আ ফ্যান্টাস্টিক ওম্যান (চিলি), ইন দ্য ফেড (জার্মানি), অন বডি অ্যান্ড সোল (হাঙ্গেরি), ফক্সট্রট (ইসরাইল), দ্য ইনসাল্ট (লেবানন), লাভলেস (রাশিয়া), ফেলিসিট (সেনেগাল), দ্য উন্ড (দক্ষিণ আফ্রিকা) ও দ্য স্কোয়্যার (সুইডেন)।
২০১৮ সালের ১২ থেকে ১৪ জানুয়ারি নিউইয়র্ক, লন্ডন, লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোতে নির্বাচিত সিনেমাগুলো দেখবেন অ্যাকাডেমির সদস্যরা। তাদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি সিনেমা। এরপর লস অ্যাঞ্জেলসে ৪ মার্চ অস্কার প্রদান অনুষ্ঠানে জানা যাবে সেরা সিনেমার নাম।
১৯৪৭ সালে ব্রিটিশ ইন্ডিয়া ভাগের প্রেক্ষাপটে পূর্ব বাংলায় আটকেপড়া এক ব্রাহ্মণ পরিবারের কাহিনী নিয়ে ‘খাঁচা’ নির্মাণ করা হয়েছে। এ পরিবারের স্বপ্ন পশ্চিমবঙ্গের কোনো মুসলিম পরিবারের সঙ্গে এ দেশের বাড়িটি বদল করে সেখানে পাড়ি জমাবে। এরই মাঝে ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে থাকে পরিবারটির গল্প। অবশেষে নিয়তির কাছে পরাজিত হতে হয় তাদের।
হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে একই নামের সিনেমাটি সরকারি অনুদানে নির্মাণ করা হয়েছে। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, জয়া আহসান, মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী সুজন, আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে।
এসএ/