ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জোভান-মেহজাবীনের কেমিস্ট্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ১৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বড়দিনে প্রচারের জন্য নির্মিত হয়েছে নাটক ‘তোমার জন্য মন’। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান।

নাটকের গল্পে মেহজাবীন ও জোভান একই ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাদের সাবজেক্ট কেমিস্ট্রি। ক্লাসের টিচার খুবই মজার মানুষ। সবাই কেমিস্ট্রিকে খুবই কঠিন সাবজেক্ট মনে করলেও তিনি এটাকে রোমান্টিক সাবজেক্ট বলেন। একটি মৌলিক পদার্থের সঙ্গে আরেকটি মৌলিক পদার্থের প্রেম হলেই একটি যৌগিক পদার্থের জন্ম হয়।

আর এর উদাহরণ দিতে গিয়ে জেরীকে (মেহজাবীন) অক্সিজেন আর জনিকে (জোভান) হাইড্রোজেন উপাধি দিয়ে দেয়। এমন গল্পেই নির্মিত হয়েছে নাটকটি।

নাটকটিতে আরও আছেন আনন্দ খালেদ, সানজিদা লতাসহ অনেকে। এটি ২৫ ডিসেম্বর রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি