ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ মমর জন্মদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ১৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:১০, ১৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অভিনেত্রী জাকিয়া বারি মম। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। আজ মমর জন্মদিন। তবে দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই এই তারকার। সকালেই চলে যাবেন মায়ের কাছে। তার সঙ্গেই কাটাবেন দিনের পুরোটা সময়। নিজের জন্মদিন প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন মম।

তিনি বলেন, ‘জন্মদিন আমার কাছেই শুধু বিশেষ দিন নয়, আমার মায়ের জন্যও এটি বিশেষ দিন। কারণ আমাকে জন্মের মধ্য দিয়েই তিনি প্রথম মা হয়েছেন। তাই মায়ের সেই আনন্দের দিনে আমি তার পাশে থাকতে চাই। এরপর আর কী করব তা নিয়ে কোনো পরিকল্পনা করিনি।’ তবে নিজের অজান্তেই তার জন্মদিনকে ঘিরে অনেক কিছুই হয়ে যেতে পারে। নানা ধরনের সারপ্রাইজের মধ্য দিয়ে কাটতে পারে দিনটি এমন কথাও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মম বলেন, ‘দিনটি উপলক্ষে অনেকে হুটহাট সারপ্রাইজ দেন। এবারও হয়তো সেরকম কিছু ঘটতে পারে। তবে সেটি কী হবে বা হতে পারে, তার কিছুই জানি না। বিষয়গুলো আমি খুব এনজয় করি।’

উল্লেখ্য, অভিনয় জীবনের শুরুতেই তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মম। বর্তমানে অরুণ চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আলতাবাণু’তে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি শেষ করেছেন তানিম রহমান অংশু’র ‘স্বপ্নবাড়ি’ চলচ্চিত্রের কাজ। দুটো চলচ্চিত্রে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন।

মমর জন্মদিনে একুশে টিভি অনলাইনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি