ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সময় এখন পরীমনির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৪৮, ১৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সময়টা যেনো এখন পরীমনির। এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা। সিনেমার নাম ‘ইনোসেন্ট লাভ’। নতুন এই সিনেমাটিতে পরীমনির বিপরিতে নায়ক হিসেবে দেখা যাবে নবাগত জেফকে।

গত শুক্রবার পরী অভিনীত ‘অন্তর জ্বালা’ সিনেমটি মুক্তি পায়। মালেক আফসারি পরিচালিত এ সিনেমায় নায়ক হিসেবে ছিলেন জায়েদ খান। আর আগামী শুক্রবার নবাগত জেফের বিপরীতে পরীকে দেখা যাবে ‘ইনোসেন্ট লাভ’ সিনেমাতে। এই সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব রানা।

নতুন এ সিনেমাটি সম্পর্কে পরিচালক অপুর্ব রানা বলেন, ‘পরী অনেক গুণী অভিনেত্রী। গত শুক্রবার তার ‘অন্তর জ্বালা’ সিনেমা দেখে দর্শক তা প্রমাণ পেয়েছে। আগামী শুক্রবার আমরা মুক্তি দিচ্ছি পরী মণির আরেকটি সিনেমা ‘‌ইনোসেন্ট লাভ’। একেবারেই প্রেমনির্ভর একটি সিনেমা। আশা করি দর্শক সিনেমাটি পছন্দ করবেন।’

নবাগত নায়ক জেফকে নিয়ে পরিচালক বলেন, ‘আমাদের এই সিনেমাটির মাধ্যমে নায়ক হিসেবে ব্রেক পাচ্ছে জেফ। সিনেমাটির গল্পের প্রয়োজনে আমরা একজন সুদর্শন ছেলে খুঁজছিলাম। অনেক খোঁজাখুঁজির পর আমরা ছেলেটিকে পেয়েছি। কিন্তু সে ও তার পরিবার কিছুতেই চলচ্চিত্রে কাজের পক্ষে ছিল না। কিন্তু গল্প শোনানোর পর তাদের রাজি করাতে পেরেছি। আশা করি এই নায়ককেও সবার ভালো লাগবে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি