ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘উইথ নাজিম জয়’র অতিথি সোহেল রানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৩০, ১৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশনে (ইটিভি) জমে উঠেছে সেলিব্রিটি অনুষ্ঠান ‘উইথ নাজিম জয়’। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মাসুদুজ্জামান সোহাগ। সপ্তাহের প্রতি বুধবারে অনুষ্ঠানটি রাত ১০টায় দেখানো হয়।

এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন- ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা, এক সময়ের পর্দা কাঁপানো নায়ক, ড্যাসিং হিরো মাসুদ পারভেজ (সোহেল রানা)।

প্রিয় তারকার সঙ্গে কথোপকথন, দর্শকদের প্রশ্ন উত্তর পর্ব ও কমেডি চরিত্রের উপস্থিতিতে ইতিমধ্যে অনুষ্ঠানটি দর্শকদের দৃষ্টি কেড়েছে।

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এর চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন একুশে টিভির পর্দায়। প্রতি বুধবার এই অনুষ্ঠানে থাকছেন তারকা জগতের প্রিয় মানুষেরা।

অনুষ্ঠান নিয়ে জয় বলেন, ‘প্রতি পর্বে আমার সঙ্গে থাকবেন মিডিয়ার জনপ্রিয় সব তারকা। দর্শকরা টেলিফোনের মাধ্যমে সরাসরি সেসব তারকার সঙ্গে কথা বলতে পারবেন, আড্ডা দিতে পারবেন। প্রতি বুধবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। ইতিমধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি।’

এছাড়া সাধারণ দর্শকদের মধ্যে একই অনুষ্ঠানে থাকতে পারেন আপনিও। এ জন্য উইথ নাজিম জয় ফেসবুক পেজে যোগাযোগ করুন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি