ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝড়ের বেগে ছুটছেন বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ১৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:১৪, ১৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বর্তমান সময়ে ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের শুরুতেই হিট সিনেমা দিয়ে দর্শক মাতিয়েছেন তিনি। এরপর অনেকটা ঝড়ের বেগেই ছুটছেন এই তারকা। ঢালিউড নায়িকাদের মধ্যে তিনিই একমাত্র তারকা যিনি চলতি বছরে দর্শকদের কাছে অধিক আলোচিত হয়েছেন।

বাংলাদেশে গুগল সার্চে শীর্ষে থাকা একমাত্র নায়িকা বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রথম বড় পর্দায় উপস্থিত হন তিনি। এরপর থেকে নতুন নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত এই মুখ। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা। একই নায়কের বিপরীতে প্রায় হাফ ডজন সিনেমায় কাজ করার সৌভাগ্য হয়েছে তার। সম্প্রতি নতুন আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন হালের এই নায়িকা।

গুগল সার্চে নিজের নাম নিয়ে বুবলী বলেন, ‘বিষয়টি আমাকে বেশ আনন্দ দিয়েছে। এজন্য আমি কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে। কারণ ইন্টারনেটের এ যুগে সবাই বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকেন। এর মধ্যেও তারা আমাকে নিয়ে ভেবেছেন, আমাকে খুঁজে দেখেছেন। মানে তারা সর্বদা আমার পাশে ছিলেন এবং আছেন।’

অপরদিকে নতুন সিনেমা নিয়ে বুবলী বলেন, ‘প্রাথমিকভাবে আমার নতুন একটি সিনেমার নাম চূড়ান্ত করা হয়েছে ‘সুপার হিরো’। হার্টবিট প্রডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করবেন আশিকুর রহমান আশিক। নায়ক হিসেবে থাকবেন শাকিব খান। শুনছি তারিক আনাম খান ও তাসকিন রহমান ভাইও থাকবেন। অল্পদিনের মধ্যেই অস্ট্রেলিয়াতে সিনেমাটির শুটিং শুরু হবে।’

বুবলী বলেন, ‘আরও দুটি সিনেমার কাজ করেছি। একটি সিনেমার নাম ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ নির্মাণ করবেন। এ সিনেমাতে আমি আর শাকিব খান জুটি হয়ে অভিনয় করব। আর ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ সিনেমার শুটিং তো শুরু হয়েছে। উত্তম আকাশ নির্মাণ করছেন সিনেমাটি। আপাতত শুটিং হচ্ছে না। শাকিব খান দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে আসলে শিডিউল মোতাবেক শুটিং শুরু হবে।

শাকিব খানের বিপরীতে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘শাকিব খান আমাদের দেশের শীর্ষ নায়ক। তার সঙ্গে অভিষেক হয়েছে আমার। এটি আমার জন্য বড় একটা পাওয়া ছিল। সবাই চাইবে দেশের সেরা নায়কের সঙ্গে অভিনয় করতে। কারণ তার সিনেমা দর্শকরা গ্রহণ করেন। অতীতেও এমনটি হয়েছে।’

শাকিব খানের সঙ্গেই শুধু সিনেমা করছেন কেনো? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘অভিনয়ের প্রস্তাব শাকিব খানের সঙ্গেই বেশি আসে। তবে শাকিব খান ছাড়া ভালো বাজেটের ও ভালো গল্পের সিনেমার প্রস্তাব পেলে অবশ্যই অভিনয় করব। অবশ্য এমন চমকও দেখা যেতে পারে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি