ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পথে পথে ভিক্ষা করছেন নায়িকা স্বর্ণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পথে পথে ভিক্ষা করছেন নায়িকা রোমানা স্বর্ণা। ভিক্ষা করেই তাকে সংসার চালাতে হচ্ছে। তবে এ ঘটনা বাস্তবে নয়, ‘মায়ের জন্য’ শীর্ষক নাটকে তাকে এমনই একটি চরিত্রে দেখা যাবে।

এর গল্পে, স্বর্ণা পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। মালিকের ভুল সিদ্ধান্তে তার চাকরি চলে যায়। এই চিন্তায় স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায় স্বর্ণার বাবা। বেঁচে থাকার তাগিদে বাবাকে নিয়ে ভিক্ষা করতে বের হন তিনি। এভাবেই নানা নাটকীয়তার মধ্য দিয়ে এর গল্প এগিয়ে যায়।

এ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লুতফুর রহমান জর্জ, সাবেরি আলম, মৌসুমী নাগ, ডিকোন নূর, নয়ন বাবু প্রমুখ। এর নির্মাতা সোলায়মান জুয়েল জানান, শিগগির একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার হবে।

খণ্ড নাটকের পাশাপাশি বর্তমানে ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন স্বর্ণা। এ ছাড়া কলকাতার সোমনাথ চক্রবর্তী পরিচালিত ‘রূপকথার গল্প’ নামের একটি ছবিতেও কাজ করছেন তিনি।

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি