ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বছরে জিৎ-ফারিয়ার মিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ২২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:২৭, ২২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ইতিমধ্যে তারা জুটি হয়ে দর্শকদের সামনে এসেছেন। দর্শকও তাদের ভালো দৃষ্টিতেই গ্রহণ করেছে। বলছি কলকাতার সুপারস্টার জিৎ ও ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া জুটির কথা। এ পর্যন্ত দুটি সিনেমা মুক্তি পেয়েছে তাদের। ব্যবসায়িক বিচারে দুটি সিনেমাই সফল হয়েছে। এবার এই জুটির তৃতীয় সিনেমা ‘ইন্সপেক্টর নটি কে’ দেখবে দর্শক।

বরাবরের মতো এটিও যৌথ প্রযোজনার সিনেমা। সম্প্রতি সিনেমাটির প্রথম গান প্রকাশ হয়েছে ইউটিউবে। গানটি বেশ প্রশংসিতও হচ্ছে। গান মুক্তির পর এবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিল সিনেমাটি মুক্তির তারিখ। নতুন বছরের ১৭ জানুয়ারি ঢাকা এবং কলকাতায় একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

এ সিনেমাতে জিৎ এবং নুসরাত ফারিয়া উভয়কেই পুলিশের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘অনেক দিন প্রেক্ষাগৃহে আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে না। জিৎ দা’র সঙ্গে এ সিনেমাটি নতুন বছরের প্রথম মাসেই মুক্তি পাবে। সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

সিনেমাটির প্রমোশনের জন্য আগামী মাসেই জিৎ আসবেন বাংলাদেশে। এ খবর জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। জাজের সঙ্গে যৌথ প্রযোজক হিসেবে রয়েছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান গ্রাসরুট।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি