ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

উত্তরা ক্লাব মাতাবেন বেবী নাজনীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ২২ ডিসেম্বর ২০১৭

‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত সঙ্গীতশিল্পী বেবী নাজনীন আজ শুক্রবার উত্তরা ক্লাবে পারফর্ম করবেন। ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য গানের আয়োজনের শেষ পর্বের আকর্ষণ হিসেবে থাকছেন তিনি।
অনুষ্ঠানে তার সঙ্গে যন্ত্র অনুষঙ্গে থাকবেন দেশের খ্যাতিমান পাঁচ যন্ত্রশিল্পী- জাহিদ হোসেন (কিবোর্ড), মনোয়ার হোসেন টুটুল (লিড গিটার), রির্চাড কিশোর (বেস গিটার), মিলন ভট্টাচার্য (তবলা) ও মানিক আহমেদ (ড্রামস অ্যান্ড অক্টোপ্যাড)।
এর আগে বেবী নাজনীন পারফর্ম করেন অল কমিউনিটি ক্লাবে। এদিকে নতুন বছরের গান হিসেবে চলতি সপ্তাহেই সাউন্ডটেকের প্রযোজনায় আহমেদ রিজভীর লেখা দুটি গানে তিনি কণ্ঠ দেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, কয়েক মাসের আমেরিকা, কানাডা এবং মধ্যপ্রাচ্য সফর শেষে সম্প্রতি ঢাকায় আসেন সংগীত তারকা বেবী নাজনীন। প্রবাসী বাংলাদেশি সংগঠনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গত কয়েকমাসে বেবী নাজনীন একাধিকবার আমেরিকা, কানাডা এবং দুবাই সফর করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি