ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হুমায়ূন আমায় ডাকতেন ‘মিশরীয় রাজকন্যা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৩৬, ২৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সম্প্রতি একটি স্থাপত্যবিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার জন্য মিসর দর্শনের আমন্ত্রণ পেয়ে সেখানে গেছেন মেহের আফরোজ শাওন। সেখানে মিসরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপত্য ঘুরে দেখছেন তিনি। শনিবার ফেসবুকে মিসর ঘুরতে যাওয়ার প্রসঙ্গ নিয়ে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন।

শাওন লিখেছেন-

মিশর...

ইংরেজীতে Egypt... উফফফ... দু’একটি দেশের এইযে দুইরকম নাম (ভারত যেমন India) কেমন জানি লাগে... কিন্তু মিশরের প্রতি আগ্রহ কার না আছে..!

পিরামিড, স্ফিংস, ফারাও, মমি...

তুতেন খামুন, রেমেসিস ২, ক্লিওপেট্রা, নেফারতিতি...

এই নামগুলো কৈশোরেই মাথার মধ্যে ঢুকে গিয়েছিল... স্কুলের বইয়ের পাতায় নীল নদের তীরে মিশর সভ্যতা গড়ে ওঠার ইতিহাস পড়ে ‘নীল’নদের নামটা হৃদয়ে গেড়ে বসল... ‘নীল নদের জল আসলেই কি নীল..?’ এই প্রশ্নের উত্তর মনে মনে কতো খুঁজেছি..!

স্থাপত্যকলায় পড়বার সময় মিশরের প্রাচীন স্থাপনার রহস্যে অভিভূত হয়েছি আর মনে মনে ভেবেছি- ‘একবার মিশর যেতেই হবে’...

সবসময় মাঝে সিঁথি করে চুল ছেড়ে রাখতাম বলে প্রণয়ের কালে হুমায়ূন আমায় ডাকতেন ‘মিশরীয় রাজকন্যা’... নিজেকে কোনো এক ফারাও রাজকন্যা ভেবে মনে মনে পুলকিতও হয়েছি কখনো কখনো...

২০০৪ এর পর দুই-দুইবার পরিকল্পনা করেও শেষ পর্যন্ত মিশর দর্শন হলো না হুমায়ূন আর আমার... তাই হঠাৎ যখন একটি স্থাপত্য বিষয়ক সম্মেলনে অংশ নেয়ার জন্য মিশর দর্শনের আমন্ত্রণ পেলাম তখন হ্যাঁ বলতে ১০ সেকেন্ড সময়ও নেইনি...

Ditan, বান্ধবী তোকে ধন্যবাদ আমার সঙ্গী হওয়ার জন্য... তুই না থাকলে ‘মিশর’টা এতো ‘ঘটনাবহুল’ হতো না ...’’

এই পোস্টের সঙ্গে শাওন বেশ কিছু ছবিও পোস্ট করেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি