ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢালিউডে নতুন হিরো সনি রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:১১, ২৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকাই চলচ্চিত্রে নবাগত নায়ক সনি রহমান। এর আগে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে খলনায়কের চরিত্রেও তাঁকে দেখেছেন দর্শক। তবে প্রথমবারের মতো চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

নতুন বছরের প্রথম দিকে চিত্রনায়িকা আইরিনের সঙ্গে জুটি বেধে নতুন একটি সিনেমার শুটিং-এ অংশ নিচ্ছেন তিনি। সিনেমার নাম ‘তোলপাড়’।

মিজান আফসারি পরিচালিত সিনেমাটিতে আইরিনের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় হিরো হিসেবে আসছেন তিনি। ‘তোলপাড়’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক মিজান আফসারিও।

তিনি বলেন, ‘শুটিংয়ের জন্য এরই মধ্যে এফডিসিতে সেট বানানো হয়েছে। জানুয়ারির ১ তারিখে শুটিং করার ইচ্ছা আমাদের। আশা করছি, সিনেমাটি দর্শক পছন্দ করবেন।’

এ বিষয়ে সনি রহমান বলেন, ‘আমি আসলে হিরো হতে চাই না। সফল অভিনেতা হওয়ার ইচ্ছা আমার। আমি সেটা কাজ দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। আইরিনের সঙ্গে আমার বোঝাপড়া ভালো। আশা করছি, আমরা ভালোভাবেই শুটিং করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ঢালিউডে নিজের অবস্থান তৈরি করতে পারি।’

সনি প্রসঙ্গে পরিচালক মিজান আফসারি বলেন, ‘রাগী’ সিনেমাতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন সনি। সেখানে তাঁর অভিনয় দেখে আমার মনে হয়েছে, তাঁকে দিয়ে নায়কের অভিনয় করানো সম্ভব। আশা করছি, নায়ক হিসেবেও সনি সফলতা পাবেন।’

উল্লেখ্য, ‘তোলপাড়’ সিনেমার একটি গানের রেকর্ডিংও এরই মধ্যে শেষ হয়েছে। বেলাল খান ও গ্রেইজি এতে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সংগীত আয়োজন করেছেন আহম্মেদ হুমায়ুন। সিনেমাতে মোট চারটি গান থাকবে বলে জানান পরিচালক মিজান আফসারি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি