ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিজলী’র চমক পার্টি সং (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ২৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:২৩, ২৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আলোচিত সিনেমা ‘বিজলী’র গান ‘পার্টি পার্টি পার্টির’ প্রোমো ছাড়া হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে। পুরো গানটি প্রকাশ করা না হলেও চমক দিচ্ছেন সিনেমাটির নায়িকা ববি। আজ গানটির পুরো ভিডিও প্রকাশ পাওয়ার কথা রয়েছে।

‘বিজলী’ প্রযোজনা করছে সিনেমার নায়িকা ইয়ামিন হক ববির ববস্টার ফিল্মস। সিনেমাতে তার নায়ক হিসেবে আছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। বলা হচ্ছে বাংলাদেশের প্রথম সুপার হিরো সিনেমা ‘বিজলি’। এটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।

বিগ বাজেটের সিনেমা ‘বিজলি’র শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডে। এর ভিএফএক্স হয়েছে হলিউডে। ‘বিজলি’ সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। যার শরীরে বৈদ্যুৎতিক ক্ষমতা চলে আসে। এই ক্ষমতা সে ব্যবহার করে দুষ্টের বিরুদ্ধে।

গানের ভিডিওটি দেখতে ক্লিক করুন :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি