ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

এসেছে ‘ডিজিটাল ভালোবাসা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ২৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:২৮, ২৪ ডিসেম্বর ২০১৭

আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন করেছে জনপ্রিয় ব্যান্ড দল ‘মুখোশ’। এর পরপরই মোড়ক উন্মোচন করা হয় তাদের দ্বিতীয় অ্যালবাম ‘ডিজাটাল ভালোবাসা’।

ব্যান্ডদলটির শিল্পীরা হলেন রোজ (ড্রামস অ্যান্ড ব্যান্ড লিডার), রাজু ( ভোকাল ও গিটার)। তাদের সাথে অতিথি বাদক হিসেবে কাজ করছেন সেলিম হায়দার, সাটন, বুলেট ও শাহিন। তবে ১৯৯৭ সালে যখন ব্যান্ড দলটির জন্ম হয় তখন বুলেট (কি-বোর্ড ও ভোকাল)  এবং মিন্টু ( ব্যাস ও ভোকাল) হিসেবে কাজ করতেন।

২০০০ সালে ঈদ উপলক্ষে তারা বের করেছিলেন অ্যালবাম ’বড় হবে’। তখন বড় হবে, আয় ওড়না, ধুর ছাই, অপেক্ষা সহ বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পায়।

 

এএ/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি