ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পূর্ণিমার আলোয় মুগ্ধ সবাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ২৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নাচলেন, সবাইকে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা। রোববার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে একটি মঞ্চ অনুষ্ঠানে নতুন আঙ্গিকে দেখা গেল তাকে। তার অসাধারণ নাচের আলোতে মুগ্ধ সবাই। সেই নাচের কিছু ছবি তিনি শেয়ার করেছেন তার ফেসবুক পেইজে। যেখানে আরো তারকাদের পাশাপাশি পারফর্ম করেন পূর্ণিমা।

নানা ভঙ্গিমায় নাচ ও উপস্থাপনার দৃশ্যে দেখা যায় তাঁকে। গোলাপি পূর্ণিমা ছিলেন অনন্য। উপস্থিত দর্শকেরাও যে পূর্ণিমায় কিংবা জোছনায় ভেসেছেন তা দেখলেই বোঝা যায়।  

ছবিগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করেছেন পূর্ণিমা। যেখানে প্রতিটি ছবিতে তিনি চিলেন নজরকাড়া। সোশ্যাল মিডিয়ার অনুসারীরাও এসব ছবি দেখে রীতিমতো সম্মোহিত। ভক্তরা লাইক-মন্তব্য-শেয়ারে ভাসিয়ে দিচ্ছেন পূর্ণিমার ফেসবুক দেয়াল।

পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত `ওরা আমাকে ভাল হতে দিল না` চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেত্রী।

এসি/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি