ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়া থেকে দ্রুত ফিরছেন শিল্পীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ২৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ায় আটক হন চিত্র পরিচালক অনন্য মামুন। সম্প্রতি মালয়েশিয়াতে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের আয়োজনে  ‘বাংলাদেশ নাইটস’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করেছিলেন তিনি। আর সেখানে অংশ নিতে বাংলাদেশ থেকে যান একঝাঁক তারকা।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, ইউছুফ, ব্যান্ডদল চিরকুট। এছাড়াও তারকাবহুল একটি দল যায়। চিত্রনায়ক নিরব ও ইমন এবং চিত্রনায়িকা শখ, আইরিন, ভাবনা, আমান ও মিষ্টি জান্নাত।   

জানা যায়, বিশাল শিল্পী বহরের সঙ্গে পরিচালক অনন্য মামুন ৫৭ জনকে `শিল্পী` দেখিয়ে মালয়েশিয়ায় নিয়ে যান।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস ও প্রবাসী সাংস্কৃতিক কর্মী আরুনিমা। তাদের আড়ালে যে বিশাল বহরে অবৈধভাবে মানবপাচার হচ্ছে এটা তারা ঘুণাক্ষরেও টের পাননি। তার আটকের খবর শোনার পর পরই সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইতিমধ্যে অনেকেই দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। এ বিষয়ে চিত্রনায়ক নিরব বলেন, এখানে যে এত কিছু ঘটে গেছে আমরা তার কিছুই জানি না। আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। সবার সঙ্গে সবার যোগাযোগ আছে। কাল সকালেই আমরা দেশে উদেশ্যে রওয়ানা দিব।

 

এসি/এসএইচ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি