ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোপন কথা ফাঁস করলেন সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অনস্ক্রিন চুম্বনে সায় নেই সালমানের। সরাসরি জানিয়ে দিলেন আপ কি আদালত অনুষ্ঠানে। রজত শর্মা সঞ্চালিত অনুষ্ঠানে বলিউডের ভাইজানের কাছে ভক্তদের প্রশ্ন ছিল, ‘কেন বড় পর্দায় চুম্বনের দৃশ্যে আপনাকে দেখা যায় না?’
এই প্রশ্নের উত্তরে কোনও রাখঢাক না করেই চুলবুল পাণ্ডে জানিয়েছেন, ‘এখনও এমন কোনও স্ক্রিপ্ট পাইনি, যেখানে মনে হয়েছে চুম্বন দৃশ্য না হলেই নয়।’
সুপারস্টার হতে গেলে অনস্ক্রিন চুম্বনের প্রয়োজন হয় না বলেও জানিয়েছেন সালমান খান।
যদিও অনস্ক্রিন চুম্বন দৃশ্যগুলির মধ্যে তিনি সবার আগে রেখেছেন তাঁর এবং অভিনেত্রী ভাগ্যশ্রী অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার চুম্বন দৃশ্যকেই। আদতে অভিনেতা এবং অভিনেত্রী, কেউই ঠোঁটে ঠোঁট দিয়ে ব্যারিকেড গড়েননি। চুম্বনের দৃশ্য দেখাতে ব্যবহৃত হয়েছিল কাচের গ্লাস। সালমান মনে করেন এখনও পর্যন্ত ওই দৃশ্য ইতিহাস সৃষ্টিকারী একটা রোম্যান্টিক দৃশ্য।
আপ কি আদালত অনুষ্ঠানে সালমান মুখ খোলেন ‘তোয়ালে ডান্স’ নিয়েও। সঞ্চালক শর্মার প্রশ্নের উত্তরে সালমান বলেন, লন্ডনের একটি ব্যান্ডের পারফর্ম্যান্সে তোয়ালে ডান্স দেখেই বলিউডে তিনি সেটা নিয়ে আসেন। এদিন নিজের বিয়ের প্রশ্নেও সোজাসাপটা জবাব দেন বলিউডের ‘বেস্ট ব্যাচলর’।
বিয়ে কবে করছেন? ভক্তদের এমন প্রশ্নে সল্লু ভাইয়ের উত্তর, ‘একটা সময় মনে হয়েছিলো এবার হয়তো (বিয়ে) হয়ে যাবে। তবে যেহেতু হয়নি বেঁচে গেছি।’
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি