ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেয়র পদে লড়বেন শাফিন আহমেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ২৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:১১, ২৬ ডিসেম্বর ২০১৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে গায়ক শাফিন আহমেদকে মনোনয়ন দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ তার দলের মেয়র প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে গত ১ বছরে এনডিএম’র দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কার্যক্রম ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মো. তাহের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন চৌধুরী, বিভাগীয় সম্পাদক জিসান খান, যুগ্ম সাংগঠানিক সম্পাদক হাওলাদার আবুল হোসেন এবং দফতর সম্পাদক হুমায়ন পারভেজ খান প্রমুখ।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদটি শূন্য ঘোষণা করে সরকার।

উল্লেখ্য, নন্দিত ব্যান্ড দল মাইলসের হয়ে অসংখ্য গান উপহার দিয়েছেন দলটির ভোকালিস্ট শাফিন আহমেদ। সংগীতের বরেণ্য এই তারকা এবার নাম লেখালেন রাজনীতিতে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি