ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিবের সম্মাননা গ্রহণ করলেন অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শাকিব খান ও অপু বিশ্বাস। দেশের আলোচিত দুই সুপারস্টার তারকা। ব্যক্তিগত জীবনে যাই হোক না কেনো, দুজনই তারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। শাকিব খান বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র। আর এ কথা বিশ্বাস করেন তারই স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
মঙ্গলবার এফডিসিতে বাংলাদেশ ফিল্ম ক্লাব কর্তৃক দেওয়া সম্মাননা গ্রহণ করতে আসেন অপু বিশ্বাস।
এ সময় তিনি শাকিবকে সম্মান প্রদর্শন করে দর্শকদের উদ্দেশ্যে বলেন- যতো যাই হোক, শাকিব খান এদেশের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র।
মঙ্গলবার শাকিব-অপু শ্রেষ্ঠ জুটির পুরষ্কার নিতে অপু বিশ্বাস অনুষ্ঠানে হাজির থাকলেও ছিলেন না শাকিব খান। তাই শাকিবের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী অপু বিশ্বাস।
বাংলাদেশ ফিল্ম ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে এফডিসির আট নম্বর ফ্লোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় শাকিবের প্রশংসা করে অপু বিশ্বাস আরও বলেন, তার সঙ্গে আমার প্রায় প্রতিটি সিনেমাই দর্শক ভালোবেসে গ্রহণ করেছে। শ্রেষ্ঠ জুটি হিসেবে আমাদের সম্মাণিত করায় আমি ফিল্ম ক্লাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অপু বলেন ‘আমি আমার নিজের জন্য, শাকিব খানের জন্য এবং আমাদের সন্তান জয়ের জন্য সবার কাছে দোয়া চাইছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকি।’
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের অন্ধকার যুগ-পরবর্তী সময়ে শাকিব-অপু জুটি দেশীয় চলচ্চিত্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। এ সময়ে তাদের করা ৭৩টি সিনেমার বেশির ভাগই ‘হিট’ তকমাও পায়। আর এই কারণে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দিয়েছে ক্লাবটি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি