ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কল্যাণের শ্রেষ্ঠ উপহার গ্রেইস ডি’কস্তা

সোহাগ আশরাফ

প্রকাশিত : ১২:১৪, ২৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আর কোনো নাটকের দৃশ্য নয়। এবার সত্যিই বিয়ে করছেন কল্যাণ কোরাইয়া। অভিনয় ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসা কম পাননি কল্যাণ। এবার প্রিয় মানুষের ভালোবাসায় সিক্ত হতে যাচ্ছেন এই তারকা। গ্রেইস ভায়োলেট ডি’কস্তা নামের মেয়েটি আজই হাত রাখবেন কল্যাণের হাতে।

২৫ ডিসেম্বর ছিলো বড়দিন। ২৬ ডিসেম্বর ছিলো গায়ে হলুদ। আর আজ ২৭ ডিসেম্বর বিয়ে। এরপর আসছে থার্টি ফার্স্ট নাইট। এ যেনো এক আশির্বাদ। বছর শেষে উৎসব আর আনন্দের কমতি নেই কল্যাণের ঘরে। অপরদিকে কল্যাণের জন্য শুভ বার্তা নিয়ে আসছে নতুন বছর। বাড়িতে উৎসব চলছে গত এক সপ্তাহ জুড়ে। বড় দিন, বিয়ে এবং নতুন বছরকে বরণ করে নিতে পরিবার পরিজন সবাই ব্যাস্ত। তাছাড়া দীর্ঘদিন টানা কাজ শেষে নিজের জন্য একটু বিরতি টানছেন কল্যাণ। তবে এই বিরতি মধুর করতে হবু স্ত্রী গ্রেইস যেনো বছর শেষে নতুন বছরের শ্রেষ্ট উপহার হিসেবে হাজির হয়েছেন।

একুশে টেলিভিশন অনলাইনকে নিজের বিয়ের খবর জানালেন কল্যাণ কোরাইয়া।

নিজের বিয়ে প্রসঙ্গে ইটিভি অনলাইনকে কল্যাণ বলেন, ‘এটাকে অ্যারেঞ্জ ম্যারেজ বলতে পারেন। আমাদের চেনা জানা বেশ আগে থেকেই ছিলো। তবে যোগাযোগটা বেশি ছিলো না। যেহেতু আমি মিডিয়াতে কাজ করছি সে আমাকে চিনতো। সত্যিকথা বলতে- সে আমার পারিবারিক বন্ধু। ওর বাবা আমার বাবা এক সঙ্গে পড়া লেখা করতেন। তারা খুবই ভালো বন্ধু। আমি আমেরিকাতে বেশ কয়েকবার যাওয়া আসা করেছি সেসময় বেশ কয়েকবার ওর সঙ্গে দেখা হয়েছে। এরপর থেকে কথাবার্তা। তারপর বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে ভালোলাগা। ভালোলাগা থেকেই সিদ্ধান্ত নিলাম যে এবার তাহলে বিয়ে করা যায়। তবে প্রেম করার সুযোগটা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সম্পর্কটা প্রায় আড়াই বছর। আমরা দুজন দুজনকে জেনে নেওয়ার পর সিদ্ধান্তের কথা পরিবারকে জানাই। পরিবার থেকে তখন বলা হয়- তোমরা আরও একটু সময় নাও। আরও ভালো করে দুজন দুজনকে বোঝার চেষ্টা করো। এরপর তারা বুঝলেন যে না এবার বিয়ের পর্বে যাওয়া যায়। তাই পারিবারিক ভাবেই সব কিছু ঠিক করা হয়েছে।’

বিয়েটা কোথায় হচ্ছে-এমন প্রশ্নের জবাবে কল্যাণ বলেন, ‘তেজগাঁও চার্চে বিয়ে এবং থাইসি চাইনিজে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সেখানে থাকবেন দুই পরিবারের মানুষজন এবং আত্মীয়স্বজন। তবে জানুয়ারিতে সহকর্মীদের নিয়ে বড় আয়োজনের ইচ্ছে রয়েছে।’

বিয়ের পর কল্যাণ আপাদত বউকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকবেন। অপরদিকে নবদম্পতি নতুন বছর উদযাপন করবেন গ্রামের বাড়ি কালীগঞ্জে।

উল্লেখ্য, কল্যাণেল হবু স্ত্রী গ্রেইস ভায়োলেট ডি’কস্তা লেখাপড়া করেছেন হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। বেড়ে ওঠেন ঢাকায়। কিন্তু বর্তমানে থাকেন আমেরিকায়।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি