ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরুষ্কার পার্টিতে তারকাদের মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শেষ হয়েও হলো না শেষ। সময়টা যেনো আনুশকা-কোহলির। বিয়ে, মধুচন্দ্রিমা শেষে বড় করে রিসেপশনও করেছেন দুই তারকা। কিন্তু এক সপ্তাহ পরেই মুম্বাতে আবারও বলিউডের সব বড় বড় তারকা ও ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হলো মহামিলন মেলা। আর এর মধ্যেই শেষ হলো বিরুশকার বিয়ের আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার রাতের ওই অনুষ্ঠানে এ আর রহমান, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, বোমান ইরানি, কঙ্গনা রনৌত, ভূমি পেদেনকার, লারা দত্ত, মহেশ ভূপতি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, জহির খান, যুবরাজ, হরভজন সিংসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিয়ের শেষ অনুষ্ঠানে আনুশকা পরেছিলেন ধূসর রঙের লেহেঙ্গা, গলায় হীরের হার আর চুল ছিল খোলা। কোহলি পরেছেন সোনার বোতাম খচিত গাঢ় নীল রঙের গলাবন্ধ ও সিল্কের প্যান্ট।

এর আগে দিল্লিতে লাল বেনারসী পরেছিলেন আনুশকা শর্মা। খোঁপায় ছিল ফুল, সিঁথিতে সিদুর। আর হাতভরা চুড়ি। বিরাট কোহলি পরেছিলেন পাঞ্জাবি ও চাদর।

সূত্র : এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি