ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বছরে মেহজাবিন-জোভানের ‘এখনো আঁধার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ২৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৪০, ২৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধভিত্তিক একটি টেলিফিল্মে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী ও জোভান। মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ের বিশেষ ঘটনাকে কেন্দ্র করে টেলিছবিটি তৈরি করা হয়েছে। ‘এখনো আঁধার’ নামে টেলিফিল্মটি রচনা করেছেন হাছান মুহাম্মদ তারেক ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।

টেলিফিল্মটি সম্পর্কে মেহজাবিন বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধের অসংখ্যা অজানা কাহিনি রয়েছে। সেই অজানা কাহিনির সূত্র ধরেই এ সময়ের প্রেক্ষাপটের দুটি ছেলে-মেয়ের প্রেমের গল্প এটি। আমরা ভালো অভিনয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।’

টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন, খায়রুল আলম সবুজ, ফজলুর রহমান বাবু, শেলী আহসানসহ অনেকে।

টেলিছবিটি আগামী ৫ জানুয়ারি বিকেল ৩টায় চ্যানেল আইয়ে প্রচার হবে।

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি