ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্রেইসের হাতে হাত রাখলেন কল্যাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ২৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নতুন জীবনে পা রাখলেন জনপ্রিয় অভিনেতা কল্যাণ কোরাইয়া। বিয়ে করলেন তিনি। বুধবার বিকেল ৪টায় তেজগাঁও হলি রোজারিও গির্জায় বিয়ে করেন এই তারকা। কল্যাণের স্ত্রী গ্রেইস ভায়োলেট ডি’কস্তা যুক্তরাষ্ট্র প্রবাসী।
বিয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে কল্যাণ বলেন, ‘আজ থেকে নতুন জীবন শুরু করছি। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।’
অন্যদিকে গ্রেইস বলেন, ‘সারা জীবন যাতে আমরা দুজন একসাথে ভালোভাবে থাকতে পারি, এ জন্য সবাই প্রার্থনা করবেন। আশা করছি, আগামী দিনের পথচলা আমাদের জন্য সুন্দর হবে।’
গির্জায় কল্যাণের বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকার হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে পড়েছেন গ্রেইস। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন। তিনি অভিনেতা কল্যাণের বাবার বন্ধুর মেয়ে। কল্যাণ ও গ্রেইসের আগে থেকে পরিচয় থাকলেও প্রেমের সম্পর্ক ছিল না। পারিবারিক সম্মতিতে তাঁদের বিয়ে হয়েছে বলে জানান কল্যাণ।
চলতি বছরে নাটকের শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রে যান কল্যাণ। তখন গ্রেইসের সঙ্গে দেখা হয় বলে জানান তিনি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি