ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বেঙ্গল উৎসবে ৪র্থ দিনের শিল্পী যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ২৯ ডিসেম্বর ২০১৭

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের ৪র্থ দিন আজ, শুক্রবার। ধানমন্ডির আবাহনী মাঠে আজও এ উৎসব চলবে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত। ৪র্থ দিনের এই আয়োজনে উপমহাদেশের বিখ্যাত সব পণ্ডিতরা নিজেদের পরিবেশনা নিয়ে হাজির হবেন।
আজ উৎসবে প্রথমে নৃত্য পরিবেশন করবেন সুইটি দাস, অমিত চৌধুরী, স্নাতা শাহরিন, সুদেশনা সায়মাপ্রভা, মেহরাজ হক তুষার ও জুয়াইরাহ মৌলি। এরপর সরদ পরিবেশনা করবেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়।
এছাড়াও খেয়াল পরিবেশন করবেন ওস্তাদ রশীদ খান ও পণ্ডিত যশরাজ, সরোদ পরিবেশন করবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, বেহালা পরিবেশন করবেন, ড. মাইসোর মঞ্জুনাথ এবং সেতার পরিবেশন করবেন পণ্ডিত বুদ্ধাদিতা মুখার্জি।
এদিকে উৎসবের তৃতীয় দিনও শ্রোতা দর্শকদের ভালো সমাগম ছিল। এদিন সন্ধ্যা ৭টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সেতার পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর ঘাটম ও কঞ্জিরা পরিবেশন করেন ভিক্ষু বিনায়ক রাম ও সেলভা গণেশ বিনায়ক রাম।
এরপর শ্রোতা-দর্শকরা সূরের তরঙ্গে ভাসে সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীদের খেয়াল, আবির হোসেনের সরোদ, গাজী আবদুল হাকিমের বাঁশি, পণ্ডিত উদয় ভাওয়ালকরের ধ্রুপদ, বিদুষী কালা রামনাথের বেহালা এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর খেয়ালে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি