ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘টাইগার জিন্দা হ্যায়’ ৩০০ কোটির ঘরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘‌টাইগার জিন্দা হ্যায়’ এক সপ্তাহের ব্যবধানে ৩০০ কোটির ঘরে পৌঁছে গেছে। দেড়শ কোটি বাজেটে নির্মিত সিনেমাটি গত ২২ ডিসেম্বর ৫ হাজার ৭০০ স্ক্রিনে মুক্তি পায়।
এর আগে, মাত্র তিন দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে নিজেদের অভিনীত সিনেমাগুলোর যাবতীয় রেকর্ড ভেঙে দেন বলিউডের এই তারকা জুটি।
ভারতীয় সংবাদ মাধ্যমে জানা যায়, সারাবিশ্ব মিলিয়ে সিনেমাটির মোট আয় ৩০২ কোটি সাত লাখ রুপি। এর মধ্যে ভারতে সিনেমাটি আয় করেছে ২৪৪ কোটি ৩৮ লাখ রুপি।  
২০১২ সালের মুক্তিপ্রাপ্ত ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাতে সালমানের বিপরীতে রয়েছেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েলের প্রথম সিনেমাটি মুক্তির দিনে আয় করেছিল ৩২.৯৩ কোটি রুপি।
সূত্র : এনডিটিভি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি