নাট্যকার মমতাজ হোসেনের দাফন সম্পন্ন
প্রকাশিত : ০৯:৩৮, ৩০ ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘সকাল সন্ধ্যা’ ও ‘শুকতারা’র নাট্যকার বেগম মমতাজ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে বেগম মমতাজ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বোনের মেয়ে তানিয়া মোস্তাফিজ
সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন।
তানিয়া জানান, শুক্রবার জুম্মার নামাজের পর উত্তরার ৬ নম্বর সেক্টরের জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে বেগম মমতাজকে দাফন করা হয়।
উল্লেখ্য, প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবীরের বোন লেখক ও নাট্যকার বেগম মমতাজ হোসেন। তিনি প্রয়াত চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর মা।
১৯৮১ সালে মারা যান মমতাজ হোসেনের স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। বেগম মমতাজ ঢাকার উদয়ন বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। জীবদ্দশায় তিনি রোকেয়া পদকে ভূষিত হন।
এসএ/