ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোদীর জন্য টাইগার হলেন সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

২০১৪ সালের কথা। আইএস জঙ্গিদের কবলে ৪৬ জন ভারতীয় নার্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রচেষ্টায় ওই সময় ৪৬ জন ভারতীয় নার্সকে ভারতে ফিরিয়ে আনা হয়। ওই ঘটনার অনুকরণে তৈরি করা হয়েছে সালমান, ক্যাটরিনা অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জানাতেই নাকি তৈরি করা হয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’।  

২০১৪ সালে যখন ভারতের প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত হন নরেন্দ্র মোদী, সেই সময়ই আইএস জঙ্গিদের কবলে আটকে পড়েন ৪৬ জন ভারতীয় নার্স। প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর একযোগে প্রচেষ্টার ফলেই তাদের উদ্ধার করা হয়।

ওই ৪৬ নার্সকে যেভাবে উদ্ধার করা হয়েছে সেই ঘটনার কথা মনে রেখেই সিনেমা তৈরি করেন পরিচালক আলি আব্বাস জাফর।

এ বিষয়ে আলি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়ে জানেন’ বলে সিনেমায় যে ডায়ালগ শোনা যায়, ২০১৪ সালে সেই একই কথা শোনা যায় দিল্লির অন্দরেও। অর্থাৎ, প্রধানমন্ত্রী মোদীর কাজকে স্মরণ করেই তৈরি করা হয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি