ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিব-অপুর সংসার নিয়ে যা বললেন ওমর সানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:০০, ৩১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

এক সময়ের পর্দা কাঁপানো অভিনেতা ওমর সানী শাকিব-অপুর সংসারের বর্তমান টানাপোড়ন নিয়ে ব্যথিত। সম্প্রতি নোলক ছবির জন্য সানি-মৌসুমী জুটি পাশের দেশ ভারতে গিয়েছিলেন। শুটিং শেষ করে ফিরেও এসেছেন।

তাদের অভিনয় এবং দীর্ঘ দাম্পত্য জীবনের কথা উল্লেখ করে ওমর সানী চিত্রনায়ক শাকিব খানকে তার সংসারের বিষয়ে খোলামেলা কথা বলেন তার ফেসবুক পেইজে। তাকে  ক্যারিয়ার শুরুর কথা স্মরণ করিয়ে দিয়ে সানী বলেন, শাকিব খানের শুরুটা হয়েছিল আমার আর মৌসুমীর হাত ধরে, সোহান সাহেবের ছবিতে আমার শ্যালিকা ইরিনের নায়ক হয়ে। তাকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি, আদর করি। আমি চাই শাকিব সুন্দর একটি সংসার করুক, স্ত্রী-সন্তান নিয়ে। তার ফুটফুটে একটি বাচ্চা আছে, যার নাম জয়। কত সুন্দর তার মুখ, তাকে দেখলে মনে হয় এত মায়াবী শিশু আর হয় না। শাকিবের একজন স্ত্রী আছে, সেও সিনেমার নায়িকা।’

শাকিবকে উদ্দেশ্যে করে ওমর সানী আরও লিখেন, ‘শাকিব তুমি কি করছো? এত সুন্দর একটি সংসার এভাবে নষ্ট করে দিচ্ছ? তুমি কি চাও জয় তার বাবার আদর না পাক? অপু তার স্বামীর সোহাগ বঞ্চিত হোক? আমি ও মৌসুমী ক্যারিয়ারের শীর্ষসময়ে বিয়ে করেছিলাম, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমরা কি নিজেদের ভালোবাসার কথা দেশবাসীকে, ভক্তদের জানাইনি? আমাদের ভক্তরা তা সাদরে গ্রহণ করেছেন। আমাদের ভালোবেসেছে, আজো বাসছে। মৌসুমী আজো দেশের প্রধান নায়িকা। আমাদের দুই সন্তান এতদিন পরেও তাদের বাবা-মায়ের আদর, শাসন, স্নেহ পাচ্ছে। আমি চাই তুমি ও তোমার স্ত্রী তোমাদের দায়িত্ব পালন করবে জয়ের প্রতি।’

অপু বিশ্বাসকে সংসার করে যাওয়ার পরামর্শ নিয়ে সানী বলেন, ‘অপুর প্রতি আমার উপদেশ, তুমি স্বামী-সংসারে মন দাও। মেয়েদের বড় অলংকার তার স্বামী, স্বামীর অহংকার তার স্ত্রী। এ অলংকার, এ অহংকার রক্ষা করতে হবে তোমাদেরকেই। ক্যারিয়ারের চেয়েও অনেকসময় বড় হয় সংসার, ভালোবাসা থাকলে, বিশ্বাস থাকলে, পরিশ্রম করলে সব একসুতোয় গেঁথে যাবে। যে মালা কারো কানকথায় ছিঁড়বেনা। আমি চাই তুমি সংসার করে যাও একজন আদর্শ স্ত্রীর মতো।’

সবশেষে ওমর সানী ভালোবাসার জয় হোক উল্লেখ করে লিখেন, তোমরা দুজনেই আমাদের প্রিয়, স্নেহভাজন। তোমাদের মঙ্গলের জন্যই আমি বলছি, তোমরা সব ভুলে গিয়ে এক হয়ে যাও। জয়ের দিকে চেয়ে, তোমাদের ভক্ত দর্শকের দিকে চেয়ে।

 

জয়ের জয় হোক, ভালোবাসার জয় হোক।

 

 

এসি/  এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি