ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

জেমস বন্ড সিরিজে অভিনয় করা হলো না মের্কেলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৮:৫৯, ৩১ ডিসেম্বর ২০১৭

অল্পের জন্য জেমস বন্ড সিরিজ সিনেমার নায়িকা হওয়ার সুযোগ হাতছাড়া করলেন প্রিন্স হ্যারির বাগদত্তা মেগান মেরকেল। তবে অনেকেই বলছেন, মেগান নিজেই আর অভিনয়ে ফিরতে চান না বলে ইতোমধ্যে তার এজন্টদের জানিয়ে দিয়েছেন। এতে জনপ্রিয় সিরিজ জেমস বন্ড সিনেমার নায়িকা হতে পারছেন না মের্কেল।

তবে কিছুদিন আগেও জেমস বন্ড সিনেমার নায়িকাদের তালিকায় শর্ট লিস্টে ছিলেন মেগান মের্কেল। সিরিজটির নির্মাতারা মেগানের নামও ঘোষণা করেছিলেন। তবে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের খবরে ভেঙ্গে যায় নির্মাতাদের স্বপ্ন। এবার ওই তালিকা থেকে মেগান মের্কেলকে বাদই দিতে হয়েছে। এতে বন্ডগার্ল হওয়ার সুযোগ হাতছাড়া হলো মেগান মের্কেলের।

৩৬ বছর বয়সী ওই আমেরিকান অভিনেত্রী ‘স্যুটস’ সিরিজে অভিনয় করে গত বছর জিরো জিরো সেভেন প্রযোজকদের নজরে আসেন। নির্মাতারা জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিগুলোর জন্য একজন গ্ল্যামার গার্ল খুজছিলেন এবং মেগান মেরকেল ওই চরিত্রের জন্য খুব মানানসই ছিলেন। তবে হঠাৎ করে প্রিন্স হ্যারির সঙ্গে সম্পর্কের খবরে পরিচালকদের চিন্তার ভাঁজ পড়ে। তাই আগেভাগেই ওই চরিত্র থেকে মেগান মের্কেলকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জেমস বন্ড সিরিজের সাম্প্রতিক সিনেমাগুলোতে উঠতি আবেদনময়ী নায়িকাদের নেওয়া হচ্ছে। সিরিজের নতুন ছবি ‘বন্ড ২৫’র জন্য প্রযোজকেরা যুক্তরাষ্ট্র বা কানাডার একজন অভিনেত্রীকে চাইছিলেন। ২০১৯ সালে ছবিটি মুক্তি দেওয়া হবে। এদিকে ‘স্যুটস’ সিরিজের নির্মাতারা নিশ্চিত করেছেন, সাত বছর অভিনয়ের পর সিরিজটি থেকে বিদায় নিচ্ছেন মেরকেল।

এদিকে মেগানের পারিবারিক বন্ধু ও সিনেমার এজেন্টরা জানিয়েছেন, মেরকেল জাতিসংঘ, ওয়ার্ল্ড ভিশন কানাডা ও ওয়ান ইয়ং ওয়ার্ল্ড-এর বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে জড়িত থাকায় তার আর সিনেমাতে ফেরার সম্ভাবনা শূন্যের কোঠায়।

সুত্র: দ্য সান

এমজে/এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি