ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউটিউব মাতাচ্ছে জিত-ফারিয়ার নতুন গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:১০, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ইউটিউবে প্রকাশিত হয়েছে জিৎ-ফারিয়ার ‘ইন্সপেক্টর নটি.কে’ ছবির নতুন একটি গান। ‌‘চাই না কিছুই` শিরোনামের এই গানটি প্রকাশের পর থেকেই ইউটিউব মাতাচ্ছে। ‘ইন্সপেক্টর নটি.কে’তে অভিনয় করেছেন কলকাতার জিত আর বাংলাদেশের নুসরাত ফারিয়া।

 

শুক্রবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয। রিলিজের পর থেকেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এই গানটি। নিউজ লিখা পর্যন্ত গানটি চার লাখ ১২ হাজার ৫১৬ বার দেখা হয়েছে। গানটি নিয়ে দর্শকদের অসংখ্যা প্রশংসনীয় মন্তব্যও দেখা যাচ্ছে।   

 

কমেডি ধাঁচের এই ছবিটি দেখার জন্য দর্শকরা অপেক্ষা করছেন। এর আগে ছবিটির ট্রেলার ও টাইটেল সং প্রকাশ করা হয়। আগামী ১৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

 

খ্যাতিমান নির্মাতা অশোক পাতির বিগ বাজেটের এই ছবিটির শ্যুটিং হয়েছে ভারত ও ইতালিতে। ছবিতে জিত-ফারিয়া দুজনকেই পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আশা করা হচ্ছে যৌথ প্রযোজনার এই ছবিটিও দর্শকদের মন জয় করবে।   

 

এসি/ এসএইচ

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি