ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

থার্টি ফার্স্ট নাইটে নতুন তিশমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ৩১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:০৭, ৩১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বছর শেষে চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় পপ তারকা তিশমা। প্রতি বছরের মতো এবারও ৩১ ডিসেম্বর উপলক্ষে নতুন গান প্রকাশ করছেন তিনি। গানটির শিরোনাম ‘লাভ ইউ ফরেভার’। এটি একটি ইংরেজী গান।

গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন খোদ তিশমা। এটি এ গায়িকার ২০১৫ সালে প্রকাশিত ‘মেসমেরাইজড’ অ্যালবামের গান।

তিশমার নিজস্ব ওয়েবসাইটে এ ভিডিওটি প্রকাশ পাবে। জানা গেছে এ গানের বাইরেও তিশমা নিজের নতুন একক অ্যালবামের কাজ প্রায় গুছিয়ে এনেছেন। নতুন বছরেই অ্যালবামটি প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে তিশমা বলেন, ‘লাভ ইউ ফরেভার’ গানটির ভিডিও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাতেই আমার ওয়েবসাইটে প্রকাশ হবে। এর কথা, সুর ও সংগীতও আমার করা। আমার বিশ্বাস এ গানটি ভালো লাগবে সবার।

নতুন কাজ প্রসঙ্গে তিশমা বলেন, ‘আমার ১৪তম একক অ্যালবামের কাজ নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম। এখন সে কাজ শেষের দিকে। আশা করছি নতুন বছরে এটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি