ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরীর ‘স্বপ্নজাল’ আসলেই চমক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ৩১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:০৯, ৩১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দুটি প্রাণের বাঁধন হারা প্রেমের গল্প ‘স্বপ্নজাল’। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র এটি। সিনেমাটিতে চিত্রনায়িকা পরীমনি আসছেন ভিন্ন রূপে। শনিবার, ৩০ ডিসেম্বর সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। আর ট্রেলার দেখেই দর্শক বুঝে গেছেন ২০১৮ এর ফেব্রুয়ারিতে ভালো একটি সিনেমার আসছে প্রেক্ষাগৃহে।

আড়াই মিনিটের এ ট্রেলারে শুধু মাত্র মূল চরিত্রে অভিনয় করা পরীমনি আর ইয়াশ রোহানের প্রেমই স্থান পায়নি। ‘স্বপ্নজাল’ এ আছে সংঘাত, ডাকাতি আর খুনের মতো নেতিবাচক ঘটনাও। কূটকৌশলের পঙ্কিল আবর্তে ভালোবাসার বিচ্ছেদ দেখবে দর্শক।

নায়কের কাছে ভালোবাসা জমা দিয়ে নায়িকার কোলকাতায় প্রস্থান, পরীর টানে ইয়াশের কোলকাতায় ছুটে যাবার আকুলতা- এসব কিছুর মিশেলে আবর্তিত ‘স্বপ্নজাল’ এর কাহিনী।

প্রকাশিত ট্রেলারে পরীকে দেখা গেছে বিয়ের কনের সাজে। কিন্তু বরের বেশে ইয়াশ নয়, রয়েছেন অন্য কেউ। আর এটাই চমক। আসছে ফেব্রুয়ারিতে সেই চমকের অপেক্ষায় থাকবে দর্শক।

বাণিজ্যিক ধারার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনিকেও দর্শক যেন এবার দেখবে অনেকটাই ভিন্নরূপে। পরী-ইয়াশের রসায়নও বেশ ভালই জমেছে সিনেমায় এমনটাই প্রকাশ পেয়েছে ট্রেলারে।

উল্লেখ্য, ২০০৯ সালে ‘মনপুরা’র মত ব্যবসাসফল সিনেমা নির্মাণের পর দীর্ঘদিন কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি গিয়াসউদ্দিন সেলিম। ‘স্বপ্নজাল’ সিনেমাটি নিয়ে তাই বেশ উচ্ছ্বসিত নির্মাতা।

শনিবার বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে স্বপ্নজালের আনুষ্ঠানিক প্রচারণাও শুরু করেছেন নির্মাতা। আসছে জানুয়ারিতে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। ফেব্রুয়ারিতে ঢাকা ও পশ্চিমবঙ্গে একযোগে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

যৌথ প্রযোজনার সিনেমাটি বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা প্রযোজনা করছে। সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এছাড়া অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

ট্রেলার দেখতে ক্লিক করুন :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি