ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রভার জবানবন্দি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৩১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৯:০৪, ৩১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যাক্তিগত জীবনে তিনি যেমনই হন না কেন, অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের কাছে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির আলোচিত তারকা তিনি। মিডিয়া জগতে তার প্রবেশ মডেলিংয়ের মাধ্যমে। কিন্তু ব্যক্তিগত কিছু ঘটনার কারণে দীর্ঘ সময় পর্দার বাইরে থাকতে হয়েছে তাকে। তবে সব কিছু ভুলে আবারও নিজেকে তুলে ধরতে নিয়নিম কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। নিজের অতীতের কাছ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছেন আপন গতিতে। কিন্তু সমাজ ও মানুষ এখনও অতীতকে ভুলতে পারেনি। তাই এখনও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাকে।

প্রভার মতে, একটা অনিচ্ছাকৃত ভুলের জন্য ভিত্তিহীন নানা গুজবের সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। আর এসব থেকে মুক্তি পেতে সম্প্রতি প্রভা তার নিজের ফেসবুকে দিয়েছেন একটি আবেগি ও প্রতিবাদি স্ট্যাটাস। যেখানে বাঁচার আকুতি জানান তিনি।

ফেসবুকে দেয়া প্রভার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল -

আমি সাদিয়া জাহান প্রভা। জীবনে কোনোদিন মাদক সেবন করি নাই। টাকা বা কাজের বিনিময়ে কারও সাথে রাত কাটাই নাই। সজ্ঞানে কোনোদিন কারও ক্ষতি করি নাই। একটা সশিক্ষিত পরিবারের সন্তান আমি। জীবনে অনেক বড় বড় পরীক্ষা দিয়েছি কিন্তু হার মানিনি। কারণ আমি নির্দোষ তাই।

আমাকে নিয়ে ভ্রান্ত ধারনাগুলো বন্ধ করুন। খুবই সাধারণ জীবন আমার। আজকে অনেক অসহায় হয়ে আমার নিজের জীবনের স্টেটমেন্ট দিলাম। বাঁচতে দিন আমাকে।’

উল্লেখ্য, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে- মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি