ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সেরা চলচ্চিত্র লেনিনের ‘মনফড়িং’ (ভিডিও)

সোহাগ আশরাফ

প্রকাশিত : ১১:৪০, ১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:৩৯, ১ জানুয়ারি ২০১৮

শেষ হয়েছে ‘বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব-২০১৭’। এবছর সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে নির্মাতা রহমান লেনিনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মনফড়িং’।

রোববার ৪ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে। উৎসবের শেষদিনে লেনিনের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, সালাউদ্দিন জাকী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতি আরা নাসরিন।

গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ উৎসবে মোট ৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

সেরা চলচ্চিত্র হিসেবে ‘মন ফড়িং’ নির্বাচিত হওয়ার পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আয়না’র জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মুহাম্মদ তাওকীর ইসলাম, বিশেষ জুরি পুরস্কার পেয়েছে তারেক আজিজ নিশকের ‘সমান্তরাল যাত্রা’। শিশুদের নির্মিত সিনেমার মধ্যে পুরস্কার পেয়েছে হামশেদুর রহমান মিশকের ‘বাড়ি ফেরা’ চলচ্চিত্রটি।

শিশুতোষ চলচ্চিত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৫০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২৫ হাজার টাকা। শিশু নির্মাতাদের চলচ্চিত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৩০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২০ হাজার টাকা।

এর আগে ‘মনফড়িং’ চলচ্চিত্রটি ভারতের রাজস্থানে অনুষ্ঠিত ‘চতুর্থ পিঙ্ক সিটি শর্ট ফিল্ম ফেস্টিভাল’ এ জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। কারগিল চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র হিসেবে ‘মনফড়িং’ই প্রতিনিধিত্ব করে।

যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘লিঙ্ক’ চলচ্চিত্র উৎসবেও ‘মনফড়িং’ সেমিফাইনাল রাউন্ড পর্যন্ত বাছাই তালিকায় থেকে সমালোচকদের সমীহ আদায় করে নেয়। ‘লিঙ্ক’ চলচ্চিত্র উৎসবে ১১৮ দেশের প্রায় ৩ হাজার চারশো চলচ্চিত্রের মধ্যে সেরা ১০০টি চলচ্চিত্রের মধ্যে ‘মনফড়িং’ স্থান করে নিয়েছিল।

‘মনফড়িং’-এর গল্প রহমান লেনিনের। এর চিত্রনাট্য লিখেছেন হাবিব ইমরান। রহমান লেনিনের সাথে যৌথভাবে চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন কারুজ কমিউনিকেশনের স্বত্ত্বাধিকারী কাওসার মাহমুদ। এই চলচ্চিত্রে চিত্রগ্রাহক আলী আহমেদ রুবেল। সংগীত নির্দেশনা দিয়েছেন ফজলুল হক নয়ন।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মনফড়িং’ দেখুন :

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি