ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাহিদ হাসানের ‘দাড়ি’ রহস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নন্দিত অভিনেতা জাহিদ হাসান। বেশ কিছুদিন যাবৎ দর্শক তাকে দেখতে পাচ্ছে ভিন্ন লুকে। মুখ ভর্তি সাদা দাড়িতে জাহিদ হাসানকে দেখে অনেকের মনেই কৌতূহল জেগেছে। সম্প্রতি হালদা সিনেমার প্রিমিয়ারেও দাড়িওয়ালা জাহিদ হাসানকে দেখেছে সবাই। এবার জানা গেলো জাহিদ হাসানের সেই দাড়ি রহস্য।

আসল কারণ নতুন চলচ্চিত্র। মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘শনিবার বিকেল’-এ অভিনয় করবেন জাহিদ হাসান। এজন্যই মুখে দাড়ি রাখতে হয়েছে তাকে।

সিনেমাটিতে একজন ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে জাহিদ হাসানকে। মেডিকেলের নানা সামগ্রী আমদানি করেন। মানুষকে ভালোবাসেন। কিছু ঘটনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের নানাভাবে নির্যাতন করা হচ্ছে। এ খবর শুনে কষ্ট পান।

এ বিষয়ে জাহিদ হাসান বলেন, ‘মেকআপ দিয়ে আসল লুক তৈরি হয় না। তাই অরিজিনাল লুক নিয়ে অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

‘শনিবার বিকেল’ সিনেমাতে আরও অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা ও ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি। জাহিদ হাসান ক্যামেরার সামনে দাঁড়াবেন ৫ জানুয়ারি। সিনেমার বাজেট ধরা হয়েছে চার কোটি টাকা। বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে সিনেমাটি।

এছাড়া ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘সিতারা’তে অভিনয় করছেন জাহিদ হাসান। এই সিনেমাতে দাড়িওয়ালা ও দাড়ি ছাড়া দুইভাবেই দেখা যাবে তাকে। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ‘সিতারা’র জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন জাহিদ।

ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে এই সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে। পরিচালনা করবেন আশীষ রায়। সিনেমাটি বাংলা ও তেলেগু ভাষায় তৈরি হবে। এই সিনেমাতে অভিনয় করবেন নন্দিনী, রাইমা সেন ও নাসির হোসেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি