ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বছরে ছেলেকে নিয়ে ফুরফুরে অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সবকিছু ভুলে নতুনকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান অপু বিশ্বাস। সন্তানকে নিয়ে বেশ ভালোই আছেন এই চিত্রনায়িকা। ফেলেআসা বছর ২০১৭ এর আলোচিত নায়িকা অপু নতুন বছরকে বরণ করতে ছেলে জয়কে নিয়ে সেলফিতে মেতেছেন নিজের ফেসবুক পেজে।

আজ সকালে বছরের প্রথমদিনে অপু তার ভেরিফাইড ফেসবুক পেইজে পুত্র জয়কে নিয়ে ফুরফুরে মেজাজে দুটি ছবি পোস্ট করেছেন।

ছবি দুটি প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকেন। ইতিমধ্যে ছবি দুটি ১০০ বার শেয়ার হয়েছে। লাইক হয়েছে ৩০ হাজারেরও বেশি।

এক ভক্ত লিখেছেন, ‘অপুকে আমার এতো ভালো লাগে কেনো আমি নিজেও জানিনা।’

আরেক ভক্ত লিখেছেন, ‘সুখে থাকো ভালো থেকো সবাইকে নিয়ে, শুভ ইংরেজি নববর্ষ ‘

অন্য আরেক ভক্ত লিখেছেন, ‘মা ও ছেলে দুইজনই অনেক কিউ।’

আন্য আরেক জন লিখেছেন, ‘তোমাদের নতুন বছরটাকে মহান আল্লাহ পাক সুন্দর ভাবে সাজিয়ে দিক, আমিন।

একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ! খুবই সুন্দর লাগছে।’

এছাড়া অপু বিশ্বাস ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে ফেসবুক পেইজে পোস্ট করে লিখেছেন, ‘নতুন আলোর অপেক্ষায়,পুরনো তিক্ততা ভুলে, জীবন হোক রঙ্গীন, সাজুক বাহারী হাজার ফুলে। শুভ হোক নতুন বছর, শুভ ইংরেজি নববর্ষ।’

উল্লেখ্য, বিগত বছরে মিডিয়া পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ। শাকিব খান যখন অপু বিশ্বাসের কাছে ডিভোর্স লেটার পাঠায় তখন দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। ভক্তরা কিছুতেই মেনে নিতে পারেননি এই জুটির বিচ্ছেদ হোক। সবারই একটি কথা পুত্র জয়ের দিকে তাকিয়ে হলেও শাকিবের এই ধরণে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি