ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শুরু হলো ‘তোলপাড়’     

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৮, ১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:১৬, ২ জানুয়ারি ২০১৮

নতুন বছরের প্রথম দিনই শুরু হলো তোলপাড় চলচ্চিত্রের শ্যুটিং। নতুন স্বপ্ন, নতুন উদ্যোম নিয়ে সোমবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে বিশিষ্টজন ও শিল্পী কলাকুশলীদের উপস্থিতিতে তোলপাড় ছবির মহরত অনুষ্ঠিত হয়। এরপরই শুরু হয় ছবিটির শ্যুটিং।    

মহরতে উপস্থিত ছিলেন- পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, পরিচালক মালেক আফসারী, তোলপাড় এর নবাগত নায়ক সনি রহমান, নায়িকা মৌমিতা মৌ, পরিচালক মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে।  

চলচ্চিত্রটি সম্পর্কে নবাগত নায়ক সনি রহমান বলেন, নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে আমরা ছবির কাজ শুরু করেছি। অনেকে বলে  বর্তমান চলচ্চিত্রের অবস্থা ভালো না। আমি মনে করি ১৯৭১ সালেও আমাদের বুক দেয়ালে ঠেকে গিয়েছিল। আমরা কিন্তু লড়াই করে বিজয় আর্জন করেছি। চলচ্চিত্রের জন্যও আমরা লড়াই করবো। আর এ লড়াইয়ে আমাদের বিজয় আসবেই।  

তোলপাড় এর নায়িকা মৌমিতা মৌ বলেন, আমি ২০১৩ সাল থেকে চলচ্চিত্রে কাজ শুরু করেছি। অনেকগুলো ছবিতে কাজ করেছি। এই ছবিটি অনেক ভালো করবে বলে আশা করি।     

‘তোলপাড়’ চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছে সুইট ড্রিম মাল্টিমিডিয়া। ইতিমধ্যে ছবিটির অন্যান্য কলাকুশলীও চূড়ান্ত করা হয়েছে। গান রেকডিং এর মধ্য দিয়ে ছবিটির কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে আজ মহরতের মধ্য দিয়ে এর শ্যুটিং শুরু হল। ঢাকায় টানা ১০ দিন এর শ্যুটিং চলবে। এরপর একটানা শ্যুটিং চলবে বান্দরবানের মনোরম লোকেশনে।          

 

এসি/এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি