ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বামন চরিত্রে ভিন্ন লুকে শাহরুখ (ট্রেলার)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:১৬, ২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে প্রকাশ পেয়েছে শাহরুখ খানের নতুন সিনেমার নাম। বামন চরিত্রে ভিন্ন লুকে শাহরুখকে দেখে চমকে গেছে পুরো বলিউড। দেখলে বোঝার উপায় নেই যে এ আসলে কোন শাহরুখ। এই প্রথম চিরাচরিত ছক ভেঙে এক নতুন ধরনের চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে।

এ সিনেমার মধ্য দিয়ে শাহরুখ-ক্যাটরিনা-আনুশকা আবারও জুটি বেঁধেছেন। সিনেমাটি নিয়ে বলিউড প্রেমীদের আগ্রহ অনেক। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটিতে দেখা যাবে জুহি চাওলা, রাণী মুখার্জীসহ আরও অনেক পর্দা কাঁপানো নায়িকাকে।

সবকিছু প্রকাশ করা হলেও সিনেমার নাম এতদিন জানানো হয়নি। অবশেষে নতুন সিনেমার নাম জানাতে নতুন বছরের প্রথম দিন বেছে নিয়েছেন শাহরুখ। সিনেমার নাম ‘জিরো’।

সিনেমাটিতে শাহরুখের লুক কেমন হবে তা প্রকাশ করা হয়েছে। সোমবার প্রকাশিত ভিডিওতে শাহরুখকে নাচতে দেখা গেছে। সিনেমাটিতে বেটে মানুষের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। টিজারের শুরুতে শাহরুখ খান বামন হয়ে হাফপ্যান্ট পরে নাচতে নাচতে সামনে আসেন। যা দেখে সোশ্যাল মিডিয়া ভড়কে গেছে। ইতোমধ্যে শাহরুখের এই চরিত্র তৈরি করেছে অনেক প্রশ্ন।

রেড চিলিস এন্টারটেইনম্যান্টের ব্যানারে সিনেমাটি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর।

সূত্র : জি নিউজ

টিজার দেখতে ক্লিক করুন :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি