ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিমলার বিয়ের খবর ফাঁস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:১৬, ২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শোবিজ অঙ্গনে কত ঘটনাই না ঘটে। চলচ্চিত্রপাড়ায় রটে কত না নতুন ঘটনা। প্রেম, বিচ্ছেদ, বিয়ে নিয়ে নিত্য নতুন খবর প্রকাশ পায় শোবিজ তারকাদের ঘিরে। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেয়েছে চিত্রনায়িকা সিমলার বিয়ের খবর। জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে ‘ম্যাডাম ফুলি’ বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে সেটা একেবারেই গোপনে।

সূত্রটি জানিয়েছে, সিমলার স্বামীর নাম মাহি বি জাহান। পেশায় তিনি ব্যবসায়ী। মাহির বাড়ি বাংলাদেশের নারায়নগঞ্জে। তবে পরিবার নিয়ে থাকেন লন্ডনে। সেখানেই পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। শুরুতে ভালোলাগা। এরপর ভালোবাসা জন্ম নেয় দুজনার মধ্যে। এক পর্যায়ে সেই সম্পর্ক বিয়েতে রুপ নেয়।

কিন্তু এই বিষয়ে জানতে বেশ কয়েকবার সিমলার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, প্রয়াত নির্মাতা শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিমলা বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ১৯৯৯ সালে। প্রথম সিনেমাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন সিমলা। এরপর বেশ কিছু সফল সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ শেষ করেছেন রশিদ পলাশের ‘নাইওর’ সিনেমার শুটিং। কাজ করছেন রুবেল সিদ্দিকীর ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমাতে। সেটির কাজও প্রায় শেষ। এছাড়া খুব শিগগিরই কাজ শুরু করার সম্ভাবনা আছে ‘ম্যাডাম ফুলি-২’।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি