ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নুরজাহানে নতুন রোমান্স (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:১৫, ২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ভালোবাসা দিবস উপলক্ষে রোমান্স নিয়ে আসছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন সিনেমা ‘নুরজাহান’। এই সিনেমা দিয়ে শিশুশিল্পী পূজা চেরির অভিষেক ঘটছে নায়িকা হিসেবে। সিনেমাটি ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে। নতুন এই সিনেমায় পূজা ও অদ্রিতের রোমান্টিক লুক ইতিমধ্যে সাড়া ফেলেছে। অপেক্ষায় আছেন সব রোমান্টিক যুগোল। নতুন করে ‘মন বলেছে’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে ইউটিউবে। সেখানে নেচে গেয়ে রোমান্সে জমিয়ে দিতে দেখা গেছে পূজাকে। গ্ল্যামার আর অভিনয়ের সাবলীলতা তাকে অনবদ্য দেখা গেছে। পূজার সঙ্গে আছেন কলকাতার নবাগত নায়ক অদ্রিত।

দুজনকে বেশ জমিয়ে রোমান্স করতে দেখা গেল গানের দৃশ্যায়নে। সাগরপারের মনোরম লোকেশনে তারা মেতে উঠেছেন ভালোবাসা দেয়া নেয়ায়। রোববার রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশের পর এমন চিত্রই দেখা গেছে।

ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনার এই সিনেমা ‘নুরজাহান’। দুই কিশোর কিশোরীর হৃদয় ছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নুরজাহান’। সিনেমাটি পরিচালনা করেছেন ওপার বাংলার নির্মাতা অভিমন্যু মুখার্জি ও বাংলাদেশের আব্দুল আজিজ।

এর আগে পূজা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করলেও অদ্রিতের এটি প্রথম সিনেমা। জাজ জানিয়েছে নতুন বছরে জন্য জাজ এর উপহার ‘নুরজাহান’ সিনেমার রোমান্টিক এই গান ‘মন বলেছ’। গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা ও ইমরান।

গানটি দেখতে ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি