ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওম’র অপেক্ষায় মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। ইতিমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার অপেক্ষায় আছেন তারই অভিনিত নতুন চলচ্চিত্র ‘পাষাণ’র। এ সিনেমায় মিমের বিপরিতে আছেন কলকাতার ওম। পর্দায় দুই দেশের দুই তারকার রোমান্স কতটুকু দর্শক মহলে প্রশংসিত হবে সেই অপেক্ষায় আছেন এই চিত্রনায়িকা।

‘পাষাণ’ সিনেমাটি নির্মাণ করেছেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত নির্মাতা সৈকত নাসির। ২০১৬ সালের শেষদিকে কলকাতার অভিনেতা ওম ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিমকে নিয়ে সিনেমাটি নির্মাণ শুরু করেন তিনি। যদিও সিনেমাটি ২০১৭ সালের মার্চ মাসে মুক্তি দেওয়ার কথা ছিলো তথাপি শেষ পর্যন্ত নানা কারণে সেটি আর হয়ে ওঠেনি।

এ বিষয়ে নির্মাতা জানান, নতুন বছরে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এরইমধ্যে দৃশ্যধারণ ও সম্পাদনার কাজ শেষ হয়েছে। আজ ২ জানুয়ারি সেন্সরে জমা পড়ছে সিনেমাটি।

সৈকত নাসির আরও বলেন, ‘একটি টানটান গল্প বলার চেষ্টা করেছি ‘পাষাণ’ সিনেমাতে। মিম ও ওম দুজনই দারুণ কাজ করেছেন। আশা করছি নতুন বছরে সিনেমাটি মুক্তি দিয়ে দর্শকের অপেক্ষার অবসান ঘটাতে পারবো।’

নির্মাতার প্রত্যাশা, সেন্সর বোর্ডের কাছ থেকে আনকাট ছাড়পত্র পাবে সিনেমাটি।

একই সঙ্গে সিনেমাটি নিয়ে ভালো কিছুর প্রত্যাশা করেন মিমও।

মিম বলেন, ‘সিনেমাটির মুক্তির অপেক্ষায় আছি। আশা করছি এটি আমার ক্যারিয়ারে সাফল্যের নতুন দিক উন্মোচন করবে। দর্শকদের উপভোগ করার মতো বিনোদননির্ভর সিনেমা ‘পাষাণ’। নির্মাতা যত্ন নিয়ে এটি বানিয়েছেন।’

‘পাষাণ’ সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনার দায়িত্বে রয়েছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। ওম ও মিম ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন বিপাশা কবির, মিজু আহমেদ, শিমুল খানসহ অনেকে। এখানে একটি আইটেম গানসহ বেশ কিছু শ্রুতিমধুর গান পাবেন দর্শক। গানের সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, কলকাতার আকাশ।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি