ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

মা হলেন ‘শীলা কি জওয়ানি’ শিল্পী সুনিধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ২ জানুয়ারি ২০১৮

বছরের শুরুতেই চাঁদের সঙ্গে দেখা। যেনো নতুন বছরে সারাজীবনের বড় প্রাপ্তি। সুনিধি-হিতেশের সংসারে এখন খুশির জোয়ার। উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। জানুয়ারী পুত্র সন্তানের মা হলন তিনি। মুম্বাইয়ের সূর্য হাসপাতালে জন্ম দিলেন সন্তানের।

যদিও অনেক আগে থেকেই সুনিধির প্রেগন্যান্সির খবর ছড়িয়েছিল সংবাদ মাধ্যমে। তবে মা হওয়া নিয়ে কোন গোপনিয়তা করেননি এই তারকা।

সুনিধির চিকিৎসক রঞ্জনা ধানু জানান, মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছেন।

উল্লেখ্য, মাত্র চার বছর বয়সেই সংগীত জগতে কেরিয়ার শুরু করেছিলেন সুনিধি। সিনেমার জগত থেকে বিজ্ঞাপন, রিয়্যালিটি শো সর্বত্রই অবাধ বিচরণ তাঁর।

শীলা কি জওয়ানি, বিডি জ্বলাই লে, দেশি গার্ল, এমনই বহু জনপ্রিয় সুপারহিট গান ভক্তদের উপহার দিয়েছেন সুনিধি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি