ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গায়ক এবার নায়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৩৮, ২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

গানের মানুষ তাহসান রহমান খান। সুরের নিজস্ব একটা ধারা রয়েছে তার। শ্রোতাদের কাছে গায়ক তাহসান অনেক আগেই জনপ্রিয়। গানের পাশাপাশি নিজের অভিনয় দক্ষতা দিয়ে তাহসান জয় করেছেন দেশিয় দর্শকদের। তবে ছোট পর্দায় অসংখ্য নাটকে এই তারকাকে দেখা গেলেও বড় পর্দায় কখনও দেখা যায়নি। যদিও ইফতেখার আহমেদ ফাহমির ‘টু বি কন্টিনিউড’র শুটিংও করেছিলেন তাহসান। তবে শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি। এরপর একাধিক সিনেমাতে তাঁর অভিনয়ের কথা শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত কোনোটিই হয়নি। নতুন খবর হচ্ছে- মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। এরই মধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি।

এ বিষয়ে তাহসান বলেন, ‘রাজ ভাইয়ের সঙ্গে আগে একটি নাটকে কাজ করেছি। এবার সিনেমাতে কাজ করার অভিজ্ঞতা হবে। সিনেমাতে অভিনয়ের প্রস্তাব অনেক পেয়েছি। কিন্তু নতুন কিছুর জন্য অপেক্ষা করছিলাম। রাজ ভাইয়ের গল্পে সেই নতুনত্ব পেয়েছি। তাছাড়া অভিনয়ের পাশাপাশি সিনেমায় আমার গানও থাকবে।’

রাজ বলেন, ‘সিনেমাতে তাহসান ভাইয়ের নাম ফয়সাল। এ চরিত্রটির জন্য তাহসান ভাই ছিলেন আমাদের সবচেয়ে পছন্দের। তাঁকে পেয়ে ভালো লাগছে। আশা করি সিনেমাতে তাঁর অভিনয় সবাই উপভোগ করবেন।’

তাহসান ছাড়াও ‘যদি একদিন’ সিনেমাতে অভিনয় করবেন ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে আলোচনায় আসা তাসকিন রহমান। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমার গান করছেন তাহসান, ন্যান্‌সি, ইমরান, কোনাল, হৃদয় খান, পড়শি, নাভেদ পারভেজ ও ব্যান্ডদল চিরকুট।

নির্মাতা রাজের গল্পে এই সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখছেন রাজ ও আসাদ জামান।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি