ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনা ফিল্ম ইন্ড্রাস্ট্রির আয় ৮৬০ কোটি ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৩৮, ২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

২০১৭ সালে চীনের ফিল্ম ইন্ড্রাস্ট্রি ৮৬০ কোটি মার্কিন ডলার আয় করেছে, যা আগের বছরের তুলনায় ১৩.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জিনহুয়া জানিয়েছে, এ আয়ের ৫৩.৮৪ শতাংশ এসেছে নিজের দেশ থেকে।

অ্যাকশনধর্মী চলচ্চিত্র ওফ ওয়ারিয়র ২ এ বছর বক্স অফিসে সর্বোচ্চ ব্যবসা করেছে। এ চলচ্চিত্রের মাধ্যমে আয় হয়েছে ৮৭ লাখ মার্কিন ডলার। কেবল দেশেই টিকিট বিক্রির মাধ্যমে এই আয় করে ছবিটির পরিচালক-প্রযোজকরা।

গেল বছর বিশ্বজুড়ে চলা টপ টেন ১০টি ছবির ৪ চলচ্চিত্রই ছিল চীনা প্রযোজকদের নিজেদের তৈরি চলচ্চিত্র। অন্যতিন চলচ্চিত্র হলো নেভার সে ডাই, কুংফো জোগা, দ্য ফিফথ ওয়িনার জার্নি। দেশটিতে চলা সেরা চলচ্চিত্রের তালিকায় স্থান করে নিয়েছে দ্য লাস্ট নাইট, হিন্দি ছবি দঙ্গল, পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান।


সূত্র: জিনহুয়া
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি