ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐন্দ্রিলার জন্য দেশে ফিরলেন সজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৫, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৪৪, ২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঐন্দ্রিলা আর সজল একজন আরেকজনকে গভীরভাবে ভালোবাসে। তাদের পরিচয় ইন্টারনেটের মাধ্যমে। সজল থাকেন ইতালি। আর ঐন্দ্রিলা থাকেন বাংলাদেশে। ফেসবুকে ঐন্দ্রিলার সঙ্গে তার পরিচয় হয়। তারপর গভীর প্রেম।

একদিন ঐন্দ্রিলা সজলকে বলে আমাকে যদি সত্যিকারভাবে ভালোবাসো তাহলে ‘ভালোবাসা দিবসে’ দেশে এসে তার প্রমাণ দাও। সজল এই অবস্থায় দেশে আসার জন্য বিমানের টিকিট কিনতে গিয়ে দেখে কোনো টিকিট নাই।

বিষয়টি ঐন্দ্রিলাকে জানালে সে বিশ্বাস করে না। ইন্টারনেট থেকে সজলকে ব্লক করে দেয়। এমনকি মোবাইল নম্বরও পরিবর্তন করে। সজল উপায় না পেয়ে হুট করে দেশে চলে আসে। খুঁজতে থাকে ঐন্দ্রিলাকে। কোথাও তাকে খুঁজে পায় না। এমন একটি প্রেমের গল্প দেখা যাবে ‘ফেইক লাভ’ নাটকে।

আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। সজল, ঐন্দ্রিলা ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন পাভেল ইসলাম, মাহা সিকদার, মীর শহীদ, আবির খান, হিমি, হিয়া প্রমুখ।

দীপু হাজরা বলেন, গল্পটি একটু ব্যতিক্রম। আর সজল ও ঐন্দ্রিলার সঙ্গে এটি আমার প্রথম নাটক। তারা অনেক ভালো করেছে। বেশ ভালো একটি কাজ হবে বলে আশা করছি।

এ বিষযে সজল ইটিভি অনলাইনকে বলেন, দীপু হাজরা ভাইয়ের সঙ্গে পরিচয় অনেক বছর ধরে। কিন্তু তার নাটকে কখনো কাজ করা হয়নি। তার কাজের অনেক সুনাম শুনেছি। এখন সেটার প্রমাণও পেলাম। অনেক গোছানো একটি ইউনিট। উনার পরিচালনা দক্ষতাও অসাধারণ। নাটকটিতে অভিনয় করে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকরা ভিন্ন কিছু পাবেন।

এ বিষয়ে ঐন্দ্রিলাও প্রায় একই সুরে বলেন, দীপু ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। অসাধারণ একজন মানুষ দীপু ভাই। পরিছন্ন একটি ইউনিট। নাটকের গল্প ও কাষ্টিংও ভালো ছিল। আমিও আমার সর্বোচ্চটা দেবার চেষ্টা করেছি। বাকীটা দর্শকের ওপরে। তবে মজার বিষয় হলো প্রায় ১০ বছর পর সজল ভাই এর বিপরীতে আবার ক্যামেরার সামনে দাড়ালাম। তাই ফিলটা একটু অন্য রকম ছিল।

‘ফেইক লাভ’ নাটকটি আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে।

 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি